Wed, 19 Dec, 2018
 
logo
 

এনসিসির সপ্তম বাজেট, প্রথম বাজেটের দ্বিগুন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সপ্তম বাজেট ৭‘শ ১৫ কোটি টাকা ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। যা সিটি করপোরেশনের প্রথম বাজেটের চেয়ে প্রায় ৪‘শ কোটি টাকা বেশি।

জানা গেছে, ২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। ওই বছরের ২৫ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেন তিনি। ওই বাজেট ছিল ৩০৭ কোটি টাকার।

এরপর ২০১৩-২০১৪ অর্থ বছরে এনসিসি’র বাজেট ছিল ৪শ’ ৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা। ২০১৪-২০১৫ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৪শ’ ২৪কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজেট ছিল ৪শ’ ৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকা এবং প্রথম মেয়াদের সর্বশেষ বাজেট ২০১৬-২০১৭ অর্থ বছরে ৬শ’ ১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকা।

এদিকে দ্বীতিয় মেয়াদে এসে ২০১৭-২০১৮ অর্থ বছরে বাজেট দাড়িয়েছে ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকায়। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে এ বাজেট এসে দাঁড়িয়েছে ৭‘শ ১৫ কোটি টাকাতে।

সর্বশেষ সংবাদ শিরোনাম