Sat, 16 Feb, 2019
 
logo
 

ছুটি শেষে আবারও কর্মচঞ্চল ফতুল্লা


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রায় ৮ দিনের ঈদের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের অন্যতম শিল্পাঞ্চল খ্যাত এলাকা ফতুল্লার বিসিক।

শনিবার (২৩ জুন) সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আর এতে করে আবারও কর্মচঞ্চলে পরিণত হয়ে উঠেছে পুরো শিল্পাঞ্চল। ফিরে পেয়েছে তার আপন রূপ।
শ্রমিকেরা দলে দলে ঢুকছে তাদের নিজেদের কর্মস্থলে। কারখানাগুলোতে শ্রমিক উপস্থিতি ও উৎপাদন ব্যবস্থা এখন স্বাভাবিক রয়েছে। বলেও জানিয়েছেন পোশাক কারখানা কর্তৃপক্ষ।
এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ।

সর্বশেষ সংবাদ শিরোনাম