Thu, 24 Jan, 2019
 
logo
 

এনসিসি’তে বেকারত্বের হার ৩ দশমিক ৫ শতাংশ


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে বেকারত্বের হার ৩.৫ শতাংশ। যেখানে জাতীয় নগর বেকারত্বের হার ৫.৮ শতাংশ।

সম্প্রতি সিটি করপোরেশনের সহযোগীতায় ব্র্যাক ইন্সটটিউিট অফ্ গর্ভন্যান্স এন্ড ডেভেলপমেন্টের প্রকাশিত প্রতিবেদনে এতথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্য কেন্দ্র নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে নিটওয়ার দেশের মোট কারখানার ৫৫ শতাংশ। দেশে মোট টেক্রটাইল মিল ৩৩ শতাংশ এ জেলাতে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর হিসেবে কর থেকে আয়ের ৫২.৪ শতাংশই আসে নারায়ণগঞ্জ থেকে।
তাই এজেলায় ঢাকা এবং পার্শ্ববতী জেলার সংযোগ মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা এবং কর্মসংস্থানের যোগ দিনে এসে রাতে ফিরে যাওয়া প্রায় ২ লক্ষ মানুষ নগরের সুবিধা নেয়। যারা নারায়ণগঞ্জের কোনো ভোটার নন।
প্রতিবেদনে আরো তুলে ধরা হয়, নারায়ণগঞ্জে মোট জনসংখ্যা প্রায় ৭ লাখ, ভোটার ৪৭৭,০১৭, যার ৫১ শতাংশ পুরুষ এবং ৪৯ শতাংশ নারী। এছাড়া প্রতি ১৩ জন ১ জন বস্তিতে বাস করেন। পাশাপাশি বেকারত্বের হার ৩.৫ শতাংশ। যেখানে জাতীয় নগর বেকারত্বের হার ৫.৮ শতাংশ।

সর্বশেষ সংবাদ শিরোনাম