Wed, 16 Jan, 2019
 
logo
 

ছুটির ফাঁদে দেশ: বিপর্যয়ের আশঙ্কায় না.গঞ্জের আমদানি রফতানিকারকরা


লাইভ নারায়ণগঞ্জ: আগামী ২৭ এপ্রিল থেকে ৫ই মে পর্যন্ত ৭ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। এর মধ্যে শুক্র এবং শনিবারের সরকারি বন্ধের সঙ্গে রয়েছে বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও পবিত্র শবে বরাতের বন্ধ। এতে করে শিল্পনগরী নারায়ণগঞ্জের কার্যক্রমে বিপর্যয়ের আশঙ্কা করছেন আমদানি রফতানিকারকরা।

ঠিক রমজান শুরু হওয়ার আগে টানা বন্ধে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের আশংকা দেখা দিয়েছে।
নানা কারণে ঈদুল ফিতর ও ঈদুল-আযহার সময় ৫-৬ দিনের সরকারি বন্ধ পাওয়া যায়। কিন্তু এবার ঈদ নয়, পবিত্র রমজান শুরুর আগেই মাঝে দুদিনের বিরতি দিয়ে ৭ দিনের সরকারি বন্ধ।
বিকেএমইএ’র একাধীক পরিচালক জানান, এমনিতে জটিলতার মুখে পড়ে চট্টগ্রাম বন্দরের জাহাজ ও কন্টেইনার জট কমছে না। এতে সময় মতো সিপমেন্ট দেওয়া মাঝে মধ্যেই সমস্যা হয়। এ অবস্থায় সাতদিনের সরকারি বন্ধে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ এবং কন্টেইনার জট সৃষ্টি হতে পারে।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব মো. ওমর ফারুক বলেন, 'আমদানি-রপ্তানিকারক যারা চেম্বার তারা যদি সঠিকভাবে মালামাল ডেলিভারি নিতে আসে। সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দর সর্বাত্মক সহযোগিতা করবে।'

সর্বশেষ সংবাদ শিরোনাম