Sat, 22 Sep, 2018
 
logo
 

বেড়েছে মাছের দাম, সবজির বাজারও ঊর্ধ্বমুখী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাজারের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। ইলিশ না থাকাতেই অন্যন্য মাছের দাম বেড়েছে বলে যুক্তি বিক্রেতাদের।

সবজির বাজারে সরবরাহ সংকট দাবি করে বিক্রেতারা জানালেন, বেশির ভাগ সবজিরই দাম বেড়েছ। সবচেয়ে বেশি, কেজিতে ৪০ টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। এসব নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে পাইকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথা বলছেন ক্রেতা-বিক্রেতারা।

নানা পদের সবজিতে ভরপুর বিক্রেতাদের ঝাঁকা। ক্রেতারাও সকালেই এসেছেন নিত্যপণ্যের বাজারে, পরিবারের চাহিদা মতো সবজি কিনতে। বাজার ঘুরে তাদের দাবি, প্রতিটি সবজির দামই বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।

ব্যতিক্রম সিম আর কাঁচামরিচ। এ দু'টি পণ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি, ৪০ টাকা। বিক্রি হচ্ছে ২শ' টাকা কেজি দরে। ক্রেতাদের দাবি মেনে বিক্রোতারা জানালেন, আড়তে দাম বাড়ায়, বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

সরগরম মাছ বাজারে দেশি-বিদেশি, নদী আর চাষের মাছের পর্যাপ্ত সরবরাহের কথা জানালেন বিক্রেতারা। তবে, নেই রূপালি মাছ- ইলিশ। তাতেই প্রভাব পড়েছে দামে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে চিংড়ি, পাবদা, রুই-কাতলা, বাইম-বোয়ালসহ অন্যান্য মাছ। দাম বৃদ্ধির এমন যুক্তি বাধ্য হয়েই মেনে নিচ্ছেন বলে জানালেন হিসাব মেলাতে হিমশিম খাওয়া ক্রেতারা।

স্থিতিশীল মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার ১২০, গরু বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। তবে, দেখা মেলেনি খাসির মাংসের।

সর্বশেষ সংবাদ শিরোনাম