Thu, 19 Jul, 2018
 
logo
 

ফারিহা নিট টেক্স খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: উত্তর মাসদাইর মালঞ্চ নগরে অবস্থিত বন্ধ ফারিহা নিট টেক্স অবিলম্বে চালু করার দাবিতে সমাবেশ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটার আয়োজন করেন নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।


ফারিহা নিট টেক্স লিঃ এর শ্রমিক জসীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি তৌহিদুর রহমান সুজন, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

ফারিহা নিট টেক্স খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের সমাবেশ
নেতৃবৃন্দ বলেন, ফারিহা নিট টেক্স লিঃ বেআইনীভাবে বন্ধ করা হয়েছে। শ্রমিকদের নোটিশ দেয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০১৭ কারখানাটি স্থানান্তরিত করা হবে। কিন্তু কোনরকম আলাপ-আলোচনা ছাড়াই কারখানাটি বন্ধ করা হল। বাস্তবে শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে শ্রমিকদের ছাঁটাই করার উদ্দেশ্যে মালিক এ পরিকল্পনা করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে ফারিহা নিট টেক্স চালু করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম