Fri, 14 Dec, 2018
 
logo
 

ভবিষ্যত প্রজন্মের দিক নির্দেশনা শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি : সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যত ষড়যন্ত্রই হোকনা কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বিকেল ৩টায় বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে মুছাপুর ইউনিয়নবাসী উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান এসব কথা বলেন।
ভবিষ্যত প্রজন্মের দিক নির্দেশনা শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি : সেলিম ওসমান
 
তিনি আরো বলেন, আমি বিগত দিনের মত ভবিষ্যতেও সকলকে নিয়ে সম্মিলিত ভাবে ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে যেতে চাই। ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে যাওয়ার দিক নির্দেশনাটা আমরা পেয়েছি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। বিগত দশ বছরে দেশের উন্নয়ন কর্মকান্ড লক্ষ্য করতে আপনার বুঝতে পারবেন। আগামী নির্বাচনে যদি আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো যায় তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে।
 
মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন, সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল, মহানগর আওয়ামী মহিলালীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক কামাল হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক শিপন সরকার সহ মুছাপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা  সহ প্রায় সাড়ে ৩ হাজার স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম