Sat, 16 Feb, 2019
 
logo
 

মৌসুমী থাকেন নিজের বাড়িতে, ঘুরে বেড়ান স্বামীর গাড়িতে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নিজের নামে এজমালী ২ হাজার বর্গফুট দালানে থাকেন নারায়ণগঞ্জ-৩ থেকে স্বতন্ত্রের প্রার্থী অনন্যা মৌসুমী। তবে ঘুরে বেড়ান স্বামীর দেওয়া জি-করোলা গাড়িতে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেওয়া হলফনামায় এমনটাই পাওয়া যায়।

জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও ১ শতাংশ তথ্য সঠিক না থাকায় প্রার্থীতা বাতিল হয়েছে তার। তারপরেও তিনি আপিল করেছেন।

হলফনামায় অনন্যা মৌসুমী নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উল্লেখ করেছেন। এছাড়া বাৎসরিক আয় ব্যবসা থেকে ৪ লাখ টাকা হয় বলে জানান।

অস্থাবর সম্পদের মধ্যে নিজের রয়েছে নগদ টাকা রয়েছে ৬ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমান ১ লাখ ৬০ হাজার টাকা, স্বর্ণ রয়েছে ৫০ তোলা, ২টি গাট, ১টি সোফা সেট ও ডাইনিং টেবিল রয়েছে। এছাড়া স্বামীর নামে রয়েছে একটি জি-করোলা গাড়ি, ৩টি এসি ও ২টি ফ্রিজ।

অন্যদিকে স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে রয়েছে ৩০ শতাংশের একটি কৃষি জমি, এজমালী ২ হাজার বর্গফুট দালান ও স্বামীর নামে রয়েছে ২৬ শতাংশের একটি কৃষি জমি।

সর্বশেষ সংবাদ শিরোনাম