Fri, 14 Dec, 2018
 
logo
 

যুবলীগ নেতা মুক্তির মৃত্যুতে সেলিম ওসমানের শোক

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ থানা যুবলীগের সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তির অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। 
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে আনুমানিক সাড়ে ৫টার সময় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
মঙ্গলবার ৪ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি মোক্তার হোসেন মুক্তির মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।  শোকবার্তায় এমপি সেলিম ওসমান বলেন, মোক্তার হোসেন মুক্তির মত একজন নিবেদিত কর্মীর এভাবে অকালে চলে যাওয়া মেনে নেওয়ার মত নয়। তবুও আল্লাহর দরবারে প্রার্থনা করবো উনি যেন মুক্তিকে বেহেস্ত নসিব করেন। সেই সাথে তার পরিবারকে যেন আল্লাহ এ শোক সহ্য করার শক্তিদান করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম