Mon, 18 Feb, 2019
 
logo
 

নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন কিনলেন হাফিজুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম।
শনিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ক্ষেতমজুর নেতা আরিফুল ইসলাম নাদিম প্রমুখ।
 
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সিপিবি’র ৫জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী।
 
প্রসঙ্গত, এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু। গত ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হন তিনি।

সর্বশেষ সংবাদ শিরোনাম