Tue, 11 Dec, 2018
 
logo
 

না.গঞ্জ-৫ এর মনোনয়ন ফরম জমা দিলেন কমরেড সাইদ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছে সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্পাদক কমরেড সাইদ আহাম্মেদ।

গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০দলের সমন্বয়ক নজরুল ইসলাম খাঁনের হাতে মনোনয়ন ফরম তুলে দেন তিনি।

এসময় নারায়ণগঞ্জ-৫ আসন ছাড়াও সাম্যবাদী দলের থেকে ঢাকা-১ আসনে কমরেড সুভাষ ভট্টাচার্য, মানিকগঞ্জ-২ আসনে কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম, লক্ষ্মীপর-৪ আসনে কমরেড সুরাইফুল ইসলাম মাহ্ফুজ, মুন্সিগঞ্জ ২ আসনে কমরেড ওবাইদুল্লাহর মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০দলের সমন্বয়ক নজরুল ইসলাম খাঁন এর সাথে কমরেড সাইদ আহম্মেদ বলেন, নারায়ণগঞ্জ-৫ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। পাশাপাশি এই জয়ের মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে বিপ্লব ঘটবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম