Tue, 11 Dec, 2018
 
logo
 

না.গঞ্জের কোন আসনের ভোটার তালিকার সিডির মূল্য কত?

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করেছে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন। এর মাঝে সব চেয়ে বেশি সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জ-২ আসনের। আর সবচেয়ে কম মূল্য নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নির্বাচন অফিসে গিয়ে এতথ্য জানা যায়। এতে নির্বাচনী এলাকার আওতাধীন প্রতিটি ইউনিয়নের জন্য ৫‘শ টাকা ও পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ ১ আসনে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ড সংখ্যা ২৫টি। সেই হিসেবে ১২ হাজার ৫‘শ টাকা নির্ধারণ করা হয়েছে সিডির মূল্য। ২ আসনে ২৮টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ড ধরে ১৪ হাজার টাকা, ৩ আসনে ১৯টি ধরে ৯ হাজার ৫‘শ টাকা, ৪ আসনে ১৫ ধরে ৭ হাজার ৫‘শ টাকা ও নারায়ণগঞ্জ ৫ আসনে ২৪টি ধরে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম