Tue, 11 Dec, 2018
 
logo
 

তাক লাগানো শো-ডাউনে পারভীন-মৌসুমী

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধাণ বিরোধী দল জাতীয় পার্টির মহা সমাবেশে যৌথ শোডাউন করেছেন নারায়ণগঞ্জে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী দুই নারী নেত্রী বেগম পারভীন ওসমান এবং অনন্যা হোসাইন মৌসুমী।

শনিবার (২০ অক্টোবর) নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সোনারগাঁয়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তাক লাগানো শো-ডাউন করে জাতীয় পার্টির সমাবেশে যোগ দেন তারা।


জানা গেছে, বেগম পারভীন ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মীনী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অপরদিকে অনন্যা হোসাইন মৌসুমী দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের পালিতকন্যা এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। পারভীন ওসমান নারায়ণগঞ্জ -৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তথা মহাজোটের অন্যতম মনোনয়ন প্রত্যাশী। অনন্যা হোসাইন মৌসুমী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে একই জোটের মনোনয়ন প্রত্যাশী।

সর্বশেষ সংবাদ শিরোনাম