Tue, 22 Jan, 2019
 
logo
 

জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে গিয়াসউদ্দিনের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নব গঠিত কমিটিকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছে ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার (১৯ অক্টোবর) সকালে ৮ সদস্য বিশিষ্ট জেলা ও ৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দদের গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যুবদলের জেলা ও মহানগর কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহুতে কমিটি দেওয়ায় নারায়ণগঞ্জ যুবদল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ ভুমিকা পালন করতে পারবে। এছাড়া গণতন্ত্র রক্ষায় পাশে থেকে বিএনপিকে আরো শক্তিশালী করবে।
প্রসঙ্গত, শহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটির অনুমোদন করা হয়েছে। এছাড়া শহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটির অনুমোদন করা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

সর্বশেষ সংবাদ শিরোনাম