Sun, 17 Feb, 2019
 
logo
 

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমর মৃত্যুতে এমপি শামীম ওসমানের শোক প্রকাশ

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা পার্টির সাধারন সম্পাদক আলেয়া বেগমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এক শোক বার্তায় তিনি বলেন, আলেয়া বেগম ছিলেন একজন নি:স্বার্থ ও জন দরদী মানুষ। বন্দরের সাধারন মানুষের কাছে ছিলেন অতি আপনজন। জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও আলেয়া বেগম সর্বদা স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে বিশ্বাস করতেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকুন্ঠ শ্রদ্ধা পোষন করতেন। আলেয়া বেগমের মৃত্যুতে একজন সৎ ও জনদরদী জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার শূণ্যতা সৃষ্টি হলো। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সর্বশেষ সংবাদ শিরোনাম