Mon, 17 Dec, 2018
 
logo
 

শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে না.গঞ্জ শ্রমিকলীগের সাড়ে ৩ হাজার নেতাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সাড়ে ৩ হাজার মানুষ নিয়ে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী শ্রমিকলীগ। এসময় সকলের হাতে হাতে থাকবে লাল পতাকা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নগরীর ২নং রেল গেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা ও বন্দর থানা শ্রমিকলীগের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভায় একথা জানান কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শ্রমিক লীগের সিনিয়ার সভাপতি মোস্তাক আহমেদ, বন্দর শ্রমিকলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন প্রধান, শ্রমিক নেতা কামরুল হাসান মুন্না, ও আওয়ামী শ্রমিকলীগের অন্যান্য নেতাকর্মীরা।

শুক্কুর মাহমুদ বলেন, আমরা নারায়ণগঞ্জের মানুষ শেখ হাসিনার পাশে আছি ও সারা জীবন থাকবো। আগামী ২১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সাড়ে ৩ হাজার মানুষ নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবো। ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেও নেত্রীকে ৪০ লাখ মানুষ সমবেত হয়ে সংবর্ধনা জানাবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম