Wed, 20 Feb, 2019
 
logo
 

না.গঞ্জ-৪ এর প্রার্থী শফিকুল ইসলামকে গ্রেপ্তার


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুহাম্মাদ শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ শাখার প্রচার ও প্রকাশনা বি. সম্পাদক মুহা. বিলাল হোসাইন খানের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধকার (২০ জুন) রাত ১২টায় মুহাম্মাদ শফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এক যুক্ত প্রতিবাদে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে দমন করার জন্য ষড়যন্ত্রমূলক এ গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমাদের প্রার্থীর মুক্তির দাবি করছি। অন্যথায় ইসলামী আন্দোলনসহ এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তখন উদ্ভুত পরিস্থিতির সকল দায়দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে। ইসলামী আন্দোলন শান্তিপ্রিয় আন্দোলনে বিশ^াসী। তারা কোন বিশৃংখলা বা রাষ্ট্রবিরোধী কোন কার্যকলাপে জড়িত নয়। ইসলাম ও মানবতার জন্য ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ও কর্মসূচি চলছে। এমতাবস্থায় আমাদের পিছু টেনে ধরতে একদল স্বার্থান্বেসী মহল হিংসাত্মকভাবে এহেন কর্মকা- চালিয়ে যাচ্ছে। আমরা এদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

সর্বশেষ সংবাদ শিরোনাম