Mon, 17 Dec, 2018
 
logo
 

শাখাওয়াত-রাজীবসহ ৪জনকে কারাগারে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার বিকেলে নিরাপত্তা ও বিস্ফোরক আইনে সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই নির্দেশ দেন। এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান ও অ্যাড. মাইনুদ্দিন।

শাখাওয়াত-রাজীবসহ ৪জনকে কারাগারে প্রেরণ
প্রসঙ্গত, সিলেট যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে ফেরার পথে সাখাওয়াত ৩ আইনজীবীকে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার নিজ বাসা থেকে রাজীবকে গ্রেফতার করা হয়।

শাখাওয়াত-রাজীবসহ ৪জনকে কারাগারে প্রেরণ

সর্বশেষ সংবাদ শিরোনাম