Sat, 16 Feb, 2019
 
logo
 

দেশের ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের মতো নেতার প্রয়োজন: মামুন মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। দেশের এই ক্রান্তিলগ্নে তার মতো নেতার বড় প্রয়োজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, বাংলাদেশের চরম ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান হাল ধরেছিলেন। তার সাহসী ভূমিকায় ইতিবাচকভাবে পাল্টে যায় দেশের অর্থনীতি। অবকাঠামো উন্নয়ন, খাল খনন, খাদ্য উৎপাদন, গণশিক্ষা ও চিকিৎসা কার্যক্রম, গ্রাম সরকার প্রবর্তনসহ তাঁর নেওয়া ১৯ দফা কর্মসূচি দৃষ্টি কেড়েছিল দেশের জনগণের।

তিনি আরো বলেন, যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততোদিন জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে দেশের মানুষ। তার মতো একজন নেতার অভাব কখনোই পূরন হওয়ার মতো নয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম