Sun, 21 Oct, 2018
 
logo
 

পুলিশ ব্যারিকেটে মহানগর বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পুলিশ ব্যারিকেটের মধ্য দিয়ে মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সমাবেশ করতে আসলে তাদেরকে পুলিশ ব্যারিকেট দিয়ে রাখে।

ফলে পুলিশ ব্যারিকেটের মধ্য দিয়েই তাদের সমাবেশ করতে হয়।

বুধবার বিকেলে নারায়গঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালামের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা।

সভাপতির বক্তব্যে আবুল কালাম বলেন, বর্তমান সরকার কয়েক দিন পরপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধি করে জনগনের উপর চাপিয়ে দিচ্ছে। ফলে ৭৪ সালের সেই দুর্ভিক্ষ বাংলার জনগণের উপর আবারও চলে আসছে। সরকারের প্রতি আহবান জানাই সামনে জাতীয় নির্বাচনের দিকে খেয়াল রেখে হলেও দ্রব্য মূল্যে মানুষের সহনীয় অবস্থায় রাখুন। তাহলে আপনাদেরই উপকার হবে।  

এটিএম কামাল বলেন, এই বিজয়ের মাসেও আমাদেরকে দেশের প্রয়োজনে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে। বাংলার মানুষের স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাত করেছে বর্তমান সরকার। এই সরকার মানুষের মৌলিক চাহিদা থেকে শুরু করে, গুম, খুন, হত্যা, নির্যাতন-নিপীড়ন, বাক-স্বাধীনতা, ভোটাধিকার সব কিছুই ছিনিয়ে নিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আরিফ আহম্মেদ গোগা, পিয়ার হোসেন, সুজন হোসেন, মাসুদুর রহমান মাসুদ, সোলেমান, আনোয়ার হোসেন আনু, আব্দুর রহমান, মহাম্মদ হোসেন কাজল, জাহাঙ্গীর মিয়াজী, হাফিজ, ফরিদ, এড. আব্দুল মতিন, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন শোখন, যুবদল নেতা নাজমুল হক রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ শিরোনাম