Sat, 22 Sep, 2018
 
logo
 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর ইউনিয়ন আ’লীগের হরতাল বিরোধী মিছিল

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বৃহস্পতিবার সকাল ১১ টায় বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে।

মিছিলটি মদনপুরে অবস্থিত অত্র ইউনিয়ন আ’লীগ কার্যালয় থেকে শুরু হয়ে মদনপুর পল্লী বিদ্যুৎ অফিসের মোড় ঘুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ হয়ে মুরাদপুরস্থ এনসিসি ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে উপস্থিতদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তৃতায় অত্র ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিতে আসা প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গাঁ মুসলিমদের আশ্রয় দিয়ে তাদের চিকিৎসা, বিশুদ্ধ পানি, খাবার, বাসস্থান, বস্ত্র সহ সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছে সরকার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে কার্যকর ভূমিকা রাখায় শেখ হাসিনাকে যখন ‘মাদার অব হিউম্যানিটি’র সম্মানে ভূষিত করা হয়েছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধীদের গায়ে আগুন ধরে গেছে। তারা জাতির সকল অর্জনকে ধূলিস্যাৎ করে দিতে, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করতে ও জাতিকে পিছিয়ে দিতে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে।
এ সময় মদনপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, মদনপুর  ইউনিয়ন সাবেক ১নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ, বন্দর থানা যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ আলমগীর আপেল, যুবলীগ নেতা আমজাদ হোসেন ও মোস্তফা ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি নজরুল ইসলাম বাদশা, মদনপুর ইউপি’র ৮নং ওয়ার্ড মেম্বার ইমন শাফি, এনসিসির ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির, ধামগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদ, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির, মোঃ রনি সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উক্ত হরতাল বিরোধী মিছিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জামায়াতের আমীর মকবুল আহমাদ, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান সহ জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার ঘটনার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবীতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ হরতালে বিএনপি কোন সমর্থন দেয়নি বলে জানা গেছে।  

সর্বশেষ সংবাদ শিরোনাম