Fri, 25 May, 2018
 
logo
 

ঘোষণা দিয়েও মাঠে নেই না.গঞ্জ জেলা ও মহানগর বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী ডাকা বিক্ষোভ কর্মসূচিতে নারায়ণগঞ্জে দেখা মিলেনি জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীকে।


এর আগে দলটির কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণার পর নারায়ণগঞ্জ বিএনপি মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছিল। এমন ঘোষণার পর রোববার (৮ জানুয়ারি) দুপুর ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের কোথাও কোন কর্মসূচি পালন করতে দেখা যায় নি দলটির কোন নেতাকর্মীকে।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে শেষ মুহূর্তে এসেও সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি’র এ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ বিএনপিও এ বিক্ষোভ পালন করবে বলে জানিয়েছিল। তবে, ৫ জানুয়ারী কর্মসূচি পালনে পুলিশের হামলার অভিযোগ এনে কৌশল পরিবর্তন করে মাঠে নামবেন বলে দলটির শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই নারায়ণগঞ্জ বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে আছেন। তবে, এবিষয়ে নারায়ণগঞ্জ বিএনপি’র সভাপতি অ্যাড. তৈমূর আলম খন্দকার দাবী করেন বিভিন্ন স্থানে নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম