Mon, 23 Apr, 2018
 
logo
 

খোরশেদসহ আটক ৪ বিএনপি নেতা শর্ত সাপেক্ষে মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : বিএনপির ঘোষিত ‘গনতন্ত্র হত্যা দিবস’ এ কেন্দ্রীয় কর্মসূচী অনুসারে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরে বিএনপি ও  যুবদলের মিছিলে পুলিশ লাঠি চার্জ করে ৪ জনকে আটকের পর ৬ ঘন্টা পর ছেড়ে দিয়েছে।

আটকরা ছিলো- এনসিসির নব নির্বাচিত কাউন্সিলর যুবদল নেতা খোরশেদ, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক রানা মুজিব, ১৪নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক আলামিন খান ও ১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাদশা মিয়া। পরে রাতে তাদের শর্ত সাপেক্ষে ছেড়ে দেয় সদর থানা পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বিএনপির ঘোষিত ‘গনতন্ত্র হত্যা দিবস’ এ কেন্দ্রীয় কর্মসূচী অনুসারে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরে বিএনপি ও  যুবদলের মিছিলে পুলিশ লাঠি চার্জ করে। এ সময় পুলিশ ওই ৪ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে পুলিশের লাঠিচার্জে যুবদল নেতা জুলহাস ও মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাশেদুর রহমান রশু, মহানগর বিএনপি নেতা রুহুল আমিন, রিফাত আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম মুছা আহত হয়। আহতদের মধ্যে মঞ্জুরুল আলম মুছাকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের গুলশান হলের সামনে যুবদলের মিছিলে এবং ডিআইটি এলাকায় বিএনপি কার্যালয়ের নিচে নেতাকর্মীদের সমাগমেও  লাঠিচার্জ করে পুলিশ।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করায় নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম