Tue, 22 May, 2018
 
logo
 

রূপগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবসে আ’লীগের পৃথক স্থানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া ও মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেলের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা পৃথক স্থানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কড়ইতলা, দুপুরে মুড়াপাড়া ও বিকেলে তারাব বিশ^রোড এলাকায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
জানা গেছে, দুপুরে বিশ^রোড বালুর মাঠে আওয়ামীলীগ, মহিলালীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে সেখানে জনসমুদ্রে পরিণত হয়। পরে বিকেল ৪টার দিকে সেখান থেকে ঢাকা-সিলেট মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রূপসী বাসষ্টেশনে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

রূপগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবসে আ’লীগের পৃথক স্থানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
আলোচনা সভায় বক্তব্যে দেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুইয়া, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা, শিলা রানী পাল, ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল ইসলাম, তোফায়েল আহাম্মেদ আলমাছ, নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার প্রমুখ।

রূপগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবসে আ’লীগের পৃথক স্থানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
এদিকে, বর্ণাঢ্য র‌্যালীকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে আটকা পড়ে শত শত যানবাহন। পর্যাপ্ত পুলিশ প্রশাসন থাকা সত্তেও যানজট নিরসন করতে তাদের হিমশিম খেতে হয়েছে।
এর আগে, বেলা ১১টার দিকে মুড়াপাড়া বাজার এলাকা থেকে র‌্যালী বের হয়ে উপজেলার কড়ইতলা মঞ্চে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু। এতে বক্তব্যে দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, আওয়ামীলীগ নেতা আব্দুল জাব্বার, হাজী ইয়ার হোসেন, অ্যাড. আব্দুল আউয়াল, ভিপি মনির হোসেন, শফিকুল ইসলাম,আব্দুল কাইয়ুম প্রমুখ।
এছাড়া দুপুরে মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা মঠের এলাকা থেকে বর্ণাঢ্য রালী বের করা হয়। র‌্যালিটি মঠেরঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম