Mon, 18 Feb, 2019
 
logo
 

ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় করবেন বাবু, কম শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রতি সবচেয়ে বেশি ব্যয় করতে পারবে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু। আর সবচেয়ে কম ব্যয় করতে পারবে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী একেএম শামীম ওসমান।

সম্প্রতি লাইভ নারায়ণগঞ্জকে দেওয়া নির্বাচন কমিশনের তথ্যে একথা জানা যায়। এর আগে নির্বাচন কমিশন ভোটার প্রতি ১০ টাকা হিসেবে প্রচারণা ব্যয় সর্বোচ্চ নির্ধারণ করেছে ২৫ লাখ টাকা। তবে আসন প্রতি ভোটার সংখ্যার বিশাল ব্যবধান হওয়ায় প্রার্থীরা নারায়ণগঞ্জ-২ আসনে ৮ টাকা ৮০ পয়সা ও ৪ আসনে ভোটর প্রতি ব্যয় করতে পারবে ৩ টাকা ৮৩ পয়সা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ১ আসনে এবার ভোটার সংখ্যা ৩৪৯৭৯১, ২ আসনে ২৮৩৮৬৮, ৩ আসনে ৩০৩৮৭২, ৪ আসনে ৬৫১১৩৭ ও ৫ আসনে ৪৪২২২৬ জন। আসন গুলোতে সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হলে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার প্রতি প্রার্থীরা প্রচারণার জন্য ব্যায় করতে পারবে ৭ টাকা ১৪ পয়সা, ২ আসনে ৮ টাকা ৮০ পয়সা, ৩ আসনে ৮ টাকা ২০ পয়সা, ৪ আসনে ৩ টাকা ৮৩ পয়সা ও ৫ আসনে ৫ টাকা ৬৫ পয়সা।

সর্বশেষ সংবাদ শিরোনাম