Tue, 22 Jan, 2019
 
logo
 

না.গঞ্জ-৪ আসনে আ.লীগের মনোনয়ন নিলেন কামাল মৃধা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলা ফতুল্লা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য কামাল মৃধা।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামীলীগের কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-৩ এ মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ২৩ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামীলীগ।

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ ৪-আসন।

ফতুল্লার ছয়টি ইউনিয়ন এবং সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪-আসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এবারে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ১২৩। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিল ৬ লাখ ৩৩ হাজার ৩৯৭।

এ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমান আধিপত্য বিস্তার করে। ১৯৯৬ এর নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমান। ২০০১ সালে বিএনপির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং ২০০৮ সালে জয় ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দল। সবশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শামীম ওসমান।

সর্বশেষ সংবাদ শিরোনাম