Mon, 17 Dec, 2018
 
logo
 

তোলারামে এইচএসসিতে পাশের হার ৫৬.৯৮ শতাংশ, জিপিএ-১২

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এবারের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের পাশের হার ৫৬.৯৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২ শিক্ষার্থী।

বৃহস্পতিবার(৬ জুলাই) দুপুরে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

এবছর নরায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৮৯ জন। পাশ করেছে ১ হাজার ৭‘শ ৬০ জন শিক্ষার্থী। তারমধ্যে ব্যবসা শিক্ষা শাখায় পাশ করেছে ১ হাজার ৫০ জন, অনুত্তীর্ণ হয়েছে ৬‘শ ৩ জন ও জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

মানবিক শাখায় পাশ হয়েছে ৩‘শ ৬৬ জন ও অনুত্তীর্ণ হয়েছে ৫‘শ ৬ জন। এছাড়া বিজ্ঞান শাখায় পাশ করেছে ৩‘শ ৪৪ জন ও অনুত্তীর্ণ হয়েছে ২‘শ ৫৮ জন শিক্ষার্থী। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩ জন।


নারায়ণগঞ্জ জেলার শিক্ষা অফিসের কর্মকর্তা নাসরিন বেগমের দেয়া তথ্য এ ফলাফল জানা যায়।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের সার-সংক্ষেপ হস্তান্তরের পর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ ফলাফল উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলার ৫ টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফলাফল হন্তান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম