Tue, 11 Dec, 2018
 
logo
 

শেষ হলো জেএসসি পরীক্ষা, না.গঞ্জে অনুপস্থিত মাত্র ৭৪


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শেষ হলো অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা জুনিয়ার সার্টিফিকেট (জেডিসি) ২০১৭ সালের পরীক্ষা।

শনিবার সকাল ১০টায় সাড়া দেশের ন্যায় নারায়ণগঞ্জেও জেএসসিতে চারু ও কারুকলা এবং জেডিসিতে বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ নভেম্বর পরীক্ষাটি শুরু হয়েছিলো।


পরীক্ষার শেষ দিনে অনুপস্থিত ছিলেন মাত্র ৭৪ জন শিক্ষার্থী। এর মাঝে জেএসসিতে ১৪ জন ও জেডিসিতে ৬০ জন্য ছিলেন।


নারায়ণগঞ্জ প্রশাসনের শিক্ষা শাখার কর্মকর্তা নাসরিন আক্তার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, জেএসসির আজকের (১৮ নভেম্বর) পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিলো ৩১৪ জন। এর মাঝে ৩‘শ জনই উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ১৪ জন। এছাড়া জেডিসিতে পরীক্ষার্থী ছিলেন ৩৮৫৫ জন। উপস্থিত ছিলেন ৩৭৯৫ জন ও অনুপস্থিত ছিলেন ৬০জন শিক্ষার্থী।


চলতি বছর নারায়ণগঞ্জ জেলা থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৪ হাজার ৮‘শ ২০ জন শিক্ষার্থী। এর মাঝে জেএসসি থেকে অংগ্রহণ করেছে ৪০৯৬৫ জন ও জেডিসিতে ৩৮৫৫ জন শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ শিরোনাম