
|
|
||||||||
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে রাউন্ড আপ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন সুবর্ণগ্রাম রিসোর্টে এ আয়োজন করে জেলা পুলিশ।
অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন এন্ড অপারেশন) মো. মোখলেসুর রহমান, র্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পুলিশের সকল অতিরিক্ত আইজিপি, সকল ডিআইজি, সকল অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারগণ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপি এবং তাঁর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও তাঁর পরিবার এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অত্যন্ত সফল এ আয়োজনের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পুলিশ সুপার আইজিপিসহ অন্যান সকলের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হন।