Thu, 24 Jan, 2019
 
logo
 

স্টিল কারখানায় গলিত লোহা ছিটকে ৩ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কাঁচপুরে স্টিল কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাচপুরের রহিম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মকবুল নামে একজন ৮০ শতাংশ ও সামসুল ইসলাম ৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে শ্রমিকেরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরণ হয়। তখন ওই তিন শ্রমিক দগ্ধ হয়। এ সময় অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে মকবুল হোসেনের শরীরের ৮০ শতাংশ এবং অন্য দু’জনের ২০ শতাংশ পুড়ে গেছে। গতকাল রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে সামছুল হক ও সাগর আহমেদকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তবে মকবুল হোসেনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

সর্বশেষ সংবাদ শিরোনাম