Thu, 24 Jan, 2019
 
logo
 

ক্লিনিক, ডায়াগনোষ্টিক সেন্টার ও রেস্টুরেন্টকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ভ্রামম্যমান আদালত একটি ক্লিনিক, একটি ডায়াগনোষ্টিক সেন্টার এবং একটি থাই চাইনজ রেস্টুরেন্টেকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে। 
 
বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রিট পিন্টু বেপারী নেতৃত্ব বন্দর বাজার এলাকায় এ সব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। 
 
জানা গেছে, লাইসেন্স বিহীন ও নোংরা পরিবেশে ক্লিনিক পরিচালনা করার অপরাধে বন্দর ছাঁয়া নূর ক্লিনিককে ৫ হাজার টাকা, একই অপরাধে বন্দর সিটি ডায়গনোষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশ করার অপরাধে থাই চাইনজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  ভ্রাম্যমান আদালতের অভিযান কালে উপস্থিত ছিলেন বন্দর থানার এএসআই নজরুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস ও বন্দর উপজেলা পরিষদের অফিস সহকারি মাসুদ রানা প্রমুখ। 

সর্বশেষ সংবাদ শিরোনাম