Thu, 24 Jan, 2019
 
logo
 

গাইড বই বিক্রির অপরাধে ২ লাইব্রেরীর অর্থদন্ড

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অবৈধ  ২য় থেকে অষ্টম শ্রেনীর গাইড বই বিক্রির অপরাধে ২ লাইব্রেরী মালিককে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রামমাণ আদালত৷ 
বুধবার (৯ জানুয়ারি) সকালে  মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্দর বাজারস্থ জামাল টেলিকম ও বিসমিল্লাহ নামক ২ টি লাইব্রেরীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকার অর্থদন্ডের আদেশ দেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী।  
 
উলেখ্য, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ২য় থেকে অষ্টম শ্রেনী পর্যায়ে কোন ধরনের গাইড বই বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও বেশ কয়েকদিন যাবৎ উল্যেখিত লাইব্রেরীদ্বয় তা অমান্য করে নির্বিঘেœ গাইড বই বিক্রি করে আসছে। এ খবরে ইউএনও পিন্টু বেপারী নেতৃত্বে ও এস আই হানিফ মাহমুদের সহযোগিতায় ঘটনা স্থলে পৌছালে ঐ লাইব্রেরী ২টি থেকে প্রায় ২৭৩ টি অবৈধ গাইড  জব্দ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মোট ২০ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম