Thu, 24 Jan, 2019
 
logo
 

নির্বাচনের প্রচারণা সামগ্রী অপসারণে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার প্রচারণা সামগ্রী অপসারণ করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলাবাহিনী।

বুধবার (৯ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. রাব্বি মিয়ার স্বাক্ষরিত বার্তাটিতে লেখা হয়, গত ৭ জানুয়ারী পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেলসহ সকল ধরণের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনার পরেও সরেনি তাদের বিরুদ্ধে আগামী ১২ জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে গত ৬ জানুয়ারী নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খানের স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, গত ৭ জানুয়ারী রাত ১২টার মধ্যে সকল নির্বাচনী এলাকার প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই দিন নারায়ণগঞ্জ জেলায় ১১টি রাজনৈতিক দল থেকে দল থেকে ৩৩ জন প্রার্থী অংশ নিয়েছে। এছাড়া ১ জন অংশ নিয়েছে স্বতন্ত্র থেকে।

সর্বশেষ সংবাদ শিরোনাম