Thu, 24 Jan, 2019
 
logo
 

ফতুল্লায় ২ তরুণীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে শ্বাসরোধে ও অপরজনের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ জানুয়ারী) সকালে পৃথক স্থান থেকে লাশ উদ্ধার করে ফতুল্লা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ দু’টি নগরীর ১০০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যে ফতুল্লার বোলাইল এলাকায় সকালে অজ্ঞাত ২২ বছরের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তরুণীর পড়নে সোয়েটার, চাদর ও পায়জমা ছিলো। অন্যদিকে থানার ঢালীপাড়ায় মাসুদ মিয়ার ভাড়াচিয়া বাড়ির একটি কক্ষে কুলসুম আক্তার নামের ২৫ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন কুলসুমের মৃত্যুর কারণ জানা যায়নি।

এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ মো. মঞ্জুর কাদের জানান, লাশ দুইটির মধ্যে একটির এখন নাম পরিচায় পাওয়া যায়নি। আর অন্যটির গলাতে ফাঁসির দাগ পাওয়া গেছে। তবে স্বামী পলাতক। ধারণা করা হচ্ছে, এ ঘটনার সাথে স্বামী জড়িত রয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম