Fri, 14 Dec, 2018
 
logo
 

বন্দরে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে লাইফ স্টাইল , হেলথ এডুকশন এন্ড প্রমোশন কর্মসূচির আওতায় স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে সিভিল সাজন কর্তৃক আয়োজিত বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু ব্যাপারী।
 
বন্দর উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা.মুহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা রুমানা আক্তার, বন্দর থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, বন্দর উপজেলা কৃষি অফিসার ড.মোস্তফা এমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। 
 
কর্মশালায় বক্তারা স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাববিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে প্রদর্শনী ও, রাজনৈতিক, অর্থনেতিক, সামাজিক পরিবেশ মিলিয়ে স্বাস্থ্য সম্মত জীবন যাপনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম