Fri, 14 Dec, 2018
 
logo
 

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

লাইভ নারয়ণগঞ্জ: বন্দরে ১৫পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে থানার মাহমুদ নগর এলাকার আঃ মান্নান মিয়ার ছেলে নাসির(৪৫),ধামগরস্থ গকুল দাসের বাগ এলাকার মোবারক মিয়ার ছেলে সোহেল(২৮) ও একই এলাকার কাজী জসিম মিয়ার ছেলে কাজী ঈমন(২০)।

 

জানাগেছে, মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক পৃথক স্থানে মাদকাভিযান চালায়। অভিযানে বন্দর থানার এসআই সাইয়েদুল ধামগর ইউনিয়নস্থ গকুল দাসেরবাগ এলাকা থেকে মাদক বিক্রয়কালে সোহেল ও কাজী ঈমনকে ১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে বন্দর থানার এএসআই শহিদুজ্জামান সোনাকান্দা বেপারীপারা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাসিরকে আটক করতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

 

সর্বশেষ সংবাদ শিরোনাম