Sat, 16 Feb, 2019
 
logo
 

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত না.গঞ্জের আরিফ

লাইভ নারায়ণগঞ্জ: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের আরিফ। নিহতের সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর লে. মির্জা শাহেদ জানান, একটি ট্রাকে ইয়াবা পাচারের খবর পেয়ে ‌র‌্যাববের একটি দল মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী নামক স্থানে ব্যারিকেট সৃষ্টি করে। ট্রাকটি ঘটনাস্থলে পৌছলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেন। তা অমান্য করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাকে থাকা লোকজন। র‌্যাব পাল্টা গুলি করলে একপর্যায়ে ট্রাকটি থামে।

সময় ট্রাকে তল্লাশি করে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— আশিক জাহাঙ্গীর (৩২) ও আরিফ হোসেন (৩০)। আশিক ময়মনসিংহের কোতয়ালি এলাকার আব্দুল হাকিমের এবং আরিফ নারায়ণগঞ্জের আব্দুল বারেকের ছেলে। ঘটনাস্থলে এক লাখ ইয়াবা, দুটি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি পাওয়া গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম