Sat, 15 Dec, 2018
 
logo
 

না.গঞ্জ সাংবাদিক সমবায় ফোরামের যাত্রা শুরু

লাইভ নারয়ণগঞ্জ: দীর্ঘ দিন আলোচনা ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ শেষে চলতি মাস থেকে ‘নারায়ণগঞ্জ সাংবাদিক সমবায় ফোরাম’ এর যাত্রা শুরু হয়েছে। সমবায় ভিত্তিক এ সংগঠনটি সদস্য পরিবারের আবাসন, শিক্ষা, পেশাগত উন্নয়নসহ সাংবাদিক সমাজকল্যানে কাজ করবে। গতকাল এ লক্ষ্যে ৭ সদস্যের একটি কার্যকরী কমিটি করা হয়।

গঠনতন্ত্রের নিয়ম মেনে নারায়ণগঞ্জ সাংবাদিক সমবায় ফোরামের সভাপতি হন রণজিৎ মোদক (সহ. সম্পাদক, সকাল বার্তা প্রতিদিন), সহ সভাপতি আবুল হাসান (জেলা প্রতিনিধি, নয়া দিগন্ত), সাধারণ সম্পাদক আনোয়ার হাসান (বার্তা সম্পাদক, যুগের চিন্তা), যুগ্ম সম্পাদক মনির হোসেন সুমন (স্টাফ রিপোর্টার, আলোকিত সকাল), কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম সরকার (বাংলাদেশ প্রতিদিন)। কার্যকরী কমিটির দুইজন সদস্য হলেন এজাজ কোরেশী (নির্বাহী সম্পাদক, যুগের চিন্তা) ও মো. গিয়াসউদ্দিন মৃধা (স্টাফ রিপোর্টার,ইয়াদ)। কমিটি গঠনের আগে গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয় ফতুল্লার এসএম টাওয়ারের সাকিব এন্ড মিডিয়া সেন্টারে দীর্ঘ আলোচনা হয়। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ শহীদুজ্জামান, মো. মনির হোসেন, জুয়েল চৌধুরী, ফরিদ আহম্মেদ বাধন, আনোয়ার হোসেন সজীব, সৈয়দ সিফাত লিংকন প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম