Sat, 16 Feb, 2019
 
logo
 

মনোনয়ন পত্র জমা দিলেন সেন্টু

ফতুল্লা করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শতশত নেতাকর্মী নিয়ে দলী মনোনয়ন পত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল আলম সেন্টু।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় মনিরুল আলম সেন্টু মনোনয়ন পত্র জামাদান কালে নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়। এ সময় নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আনন্দ উল্লাস ছিলো লক্ষনীয়।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুবপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, নির্বাচনের পরিবেশ সবার জন্য সমান অর্থাৎ লেবেল প্লেইন ফিল্ড থাকলে কোন কথাই নেই বিএনপি’র বিজয় নিশ্চিত। সুষ্ঠ নির্বাচন হলে আমি নিশ্চত করে বলতে পারি বিএনপি সংখ্যাগড়িষ্ঠ আসনে বিজয়ী হবে।

সারা দেশে এখনও বিএনপি’র সমর্থক অন্যান্য দলের চেয়ে অনেক বেশি। যারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য ১০ বৎসর যাবৎ অধির অপেক্ষায় আছে। ভোট দেয়ার পরিবেশ পেলে জনগন সতস্ফর্তু ভাবে দলেদলে ধানের শীষে ভোট দিবে। তিনি আরো বলেন, আমার আসনের ভোট কেন্দ্র পাহাড়া দেয়ার জন্য হাজার হাজার বিএনপি সমর্থক ভোটার রয়েছে। মনোনয়ন যেই পাক সকলে মিলে একযোগে কাজ করে আমাদের দলকে বিজয়ী করতে হবে।

মনোনয়ন পত্র জমাদান কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো: শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মো: বাবুল আহম্মেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পদক ও কুতুবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মাতবর, বিএনপি নেতা হাজী মো: শহিদুল্লাহ, বিএনপি নেতা তারিকুল ইসলাম তারেক, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল খান, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, জাসাসের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম