Tue, 11 Dec, 2018
 
logo
 

বন্দর থানার নবাগত ওসিকে শুভেচ্ছা জানালো নারী ও সমাজ উন্নয়ন সংস্থা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জ বন্দরে জেলাধীন বন্দর থানার নবাগত ওসি আজহারুল ইসলাম সরকার (পিপিএম) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারী ও সমাজ উন্নয়ন সংস্থা’র নেতৃবৃন্দ।

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বন্দর থানার নবাগত ওসি আজহারুল ইসলাম সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারী ও সমাজ উন্নয়ন সংস্থা’র নেতৃবৃন্দ।

অত্র নারী ও সমাজ উন্নয়ন সংস্থা’র সভানেত্রী ও নাসিক ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মায়ানুর আহম্মেদ মায়া’র নেতৃত্বে এসময় ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মুন্নী দেওয়ান, সাংগঠনিক সম্পাদিকা শেফালী আক্তার, সদস্য মাহমুদা আক্তার পান্না, পারুল আক্তার ও থানা যুবলীগ নেতা আল আমিন প্রমুখ উপস্থিত থেকে নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে অভিবাধন জানান। শুভেচ্ছা বিনিময়কালে ওসি আজহার মাদক ও যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে সকলের সহায়তা কামনা করেন এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক সহায়তা করার কথা জানান নারী ও সমাজ উন্নয়ন সংস্থা’র নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ শিরোনাম