Sat, 16 Feb, 2019
 
logo
 

সোনারগাঁয়ে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

সোনারগাঁ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো: শাকিল (১৮)।

সোমবার (১২ নভেম্বর) সকালে উপজলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকা থেকে দুই চোখ উঠানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তÍতি চলছে। নিহত শাকিল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বালিয়া পাড়ার আবু বকরের ছেলে।

নিহতের বড় ভাই শরিফ জানান, তার ভাই শাকিল এলাকায় অটোরিক্সা চালাতো। প্রতিদিনের ন্যায় সে রোববার বিকালে অটোরিক্সা নিয়ে বের হয়। সোমবার সকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তার লাশের ছবি দেখে তালতলা ফাঁড়িতে এসে আমার ভাই শাকিলের পরিচয় সনাক্ত করি।

সোনারগাঁ তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সোমবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া কবরস্থানের পাশে একটি লাশ দেখে এলাকাবাসী খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে গ্রেফতার কৃতরা অটোরিক্সা চালকের দু’চোখ তুলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।

সর্বশেষ সংবাদ শিরোনাম