Tue, 11 Dec, 2018
 
logo
 

রূপগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ-র‌্যালী

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে নবম শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ র‌্যালী করেছে নোয়াপাড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ প্রতিবাদ র‌্যালী বের হয়। উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে লম্পট পারভেজ নবম শ্রেনিতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

প্রতিবাদ র‌্যালীতে বক্তব্য রাখেন, নোয়াপাড়া ইসলামীয়া মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, কাউন্সিলর আনোয়ার হোসেন, রুহুল আমিন ফারাজী, সুলতানা পারভীন, আমজাদ হোসেন, আয়ুব আলী প্রমূখ। প্রতিবাদ র‌্যালীতে বক্তারা বলেন, লম্পট পারভেজকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

সর্বশেষ সংবাদ শিরোনাম