Tue, 22 Jan, 2019
 
logo
 

গণভবনে দ্বিতীয় দফা সংলাপ: ১১ জনের প্রতিনিধি দলেও না.গঞ্জের এস এম আকরাম

লাইভ নারায়ণগঞ্জ: নির্বাচন সামনে রেখে ‘অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ’ করতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার বেলা ১১টার পর গণভবনের ব্যাংকোয়েট হলে শুরু হওয়া এই সংলাপে দুই পক্ষেই ১১ জন করে অংশ নিচ্ছেন।

ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১ নভেম্বর ঐক্যফ্রন্টের ২০ জনের সঙ্গে আওয়ামী লীগ ও শরিকদের ২৩ নেতার সাড়ে তিন ঘণ্টার সংলাপে সাত দফা দাবির বিষয়ে সমাধান না আসায় ‘সীমিত’ পরিসরে এই দ্বিতীয় দফার সংলাপ।

খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন ভেঙে দেওয়া এবং ইভিএম ব্যবহার না করার দাবিও রয়েছে ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে।

সংলাপে অংশ নিতে গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদকে নিয়ে কামাল হোসেন সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে পৌঁছান।

আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ ৭ নভেম্বর উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে গণভবনে আসেন।

জেএসডির আসম আবদুর রব, আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরামও রয়েছেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে।

ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে ঢুকে লবি হয়ে ব্যাংকোয়েট হলে নির্ধারিত আসনে বসেন। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকোয়েট হলে প্রবেশ করলে শুরু হয় রুদ্ধদ্বার আলোচনা।

সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল হক, দীপু মনি ও শ ম রেজাউল করিম।

এছাড়া শরিকদের মধ্যে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

সর্বশেষ সংবাদ শিরোনাম