Tue, 22 Jan, 2019
 
logo
 

কুয়াশাসিক্ত সকাল দেখলো না.গঞ্জবাসী

লাইভ নারায়ণগঞ্জ:‘শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব’ কবি ভাস্কর চক্রবর্তীর শীতকালের অপেক্ষা এখন শেষের দিকে। কেননা শীতকাল এখন দুয়ারে। শীতকালের জন্য সুপর্ণা নামের কাউকে জানিয়েছেন তার বিষণ্নতার কথা। শীত অবশেষে এসেছে।

আবহাওয়ার দুরন্ত সেতু পাড়ি দিয়ে এখন শীত এখন বাংলাদেশে। বুধবার ভোর থেকে হঠাৎ করেই শিল্পনগরী নারায়ণগঞ্জ ছেয়ে যায় কুয়াশায়। নগরবাসী কিছুটা অপ্রস্তুতই হয়েছেন বটে।

ভোরে সূর্য উঠলেও দিনের শুরু থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত তার দেখা মেলেনি। কুয়াশায় যেন হার মানে রোদের তীব্রতা। থেমে থেমে নগরবাসীকে ছুঁয়ে যায় কুয়াশায় ঘেরা ঘন বাতাস।

এবারে কার্তিক মাসের শেষে হঠাৎ এই শীতের আমেজ নগরবাসীকে একটু অবাক করেছে।

বায়ু দূষণের কারণে বিপর্যস্ত নারায়ণগঞ্জ অনেকেই কুয়াশার কারণে বাড়তি শ্বাসকষ্টের মুখোমুখি হচ্ছেন। এছাড়া কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বহু গাড়িকেই হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

সর্বশেষ সংবাদ শিরোনাম