Tue, 22 Jan, 2019
 
logo
 

এনসিসি ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় শুভ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়নগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমকে বেগবান করতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ওয়ার্ডের আটি এলাকায় এ কার্যালয়টি শুভ উদ্বোধন করেন থানা আওয়ামীলীগ নেতৃবৃন্ধ।
এনসিসি ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মুন্সির সভাপতিত্বে এবং সদ্য আওয়ামীলীগে যোগদানকারী, একসময়কার বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠ সহচর মো: মফিজ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু ও এনসিসি ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান।
এসময় অতিথিগন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে একেএম শামীম ওসমানকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। এ চাকাকে সকল রাখতে সবাইকে বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাজী আলী আকবর, আলী হোসেন, মো: মাঈনুদ্দিন, হাজী আ: মতিন, মো: নুরুল ইসলাম, আক্তার মুন্সি, আবুল হোসেন, মরণ আলী গোল মুহাম্মদ এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন, মো: আলমগীর হোসেন, নাসির উদ্দিন, জাকির হোসেন, রুহুল আমিন, আ: কাদির, হাবিবুর রহমান হিমেল ও মামুন। 

সর্বশেষ সংবাদ শিরোনাম