Tue, 11 Dec, 2018
 
logo
 

পূজা দেখতে গিয়ে আর ফেরেনি প্রিয়াংকা

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:পূজা দেখার কথা বলে বাড়ী থেকে বের হয়ে মানসিক রোগে আক্রান্ত  যুবতী প্রিয়াংকা ওরফে শ্রাবনী (২০) নিখোঁজ হয়েছে।
 
 গত শুক্রবার সকাল ৯টায় বন্দর বাবুপাড়াস্থ সফিক মিয়ার ভাড়াটিয়া বাড়ী থেকে পূজা দেখতে বের হয়ে নিখোঁজ হয় সে। 
 
অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ প্রিয়াংকা কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার পিতা আনন্দ চন্দ্র সিল বাদী হয়ে শনিবার দুপুরে বন্দর থানায় জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৯৪। পুলিশ নিখোঝ জিডি পেয়ে মানসিক রোগে আক্রান্ত প্রিয়াংকাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে বলে জানা গেছে। 

সর্বশেষ সংবাদ শিরোনাম