Tue, 22 Jan, 2019
 
logo
 

অসহায় ছেলেদের বিনামূল্যে সুন্নতে খাতনা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:  বন্দরে সোনাকান্দা ফেইজবুক গ্রুপ এর ৫ বছর পূর্তি ও ৬ বছর পর্দাপন উদযাপন উপলক্ষে অর্ধশতাধিক অসহায় ছেলেদের বিনামূল্যে সুন্নতে খাতনা, রক্তদান ও ডায়বেটিকস পরিক্ষা  কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের সার্বিক সহতায় এ সেবা প্রদান করা হয়।বিনামূল্যে সুন্নতে খাতনা, রক্তদান ও ডায়বেটিকস পরিক্ষা কর্মসূচি অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সাবেক জাতীয় ফুটবলার আমান উল্ল্যাহ আমান, সমাজ সেবক নূর আমির মোল্লা, আওয়ামীলীগ নেতা সহিদ মৃধা, সাবেক মহিলা কাউন্সিলর রেজয়ানা হক সুমী প্রমুখ।
 
ওই সময় আরো উপস্থিত ছিলেন সোনাকান্দা ফেইজবুক গ্রুপের সদস্য রুমেল, মঞ্জিল, রাজ্জাক বিডি, নয়ন, আরাফাত, মাসুদ, রুবেল ও সাওরী, মানব কল্যান রক্তদান গ্রুপের এডমিন আশরাফুল ইসলাম শুভ ও ফারহানা বন্যাসহ ফেইজবুক গ্রুপের সদস্য বৃন্দ।

সর্বশেষ সংবাদ শিরোনাম