Tue, 22 Jan, 2019
 
logo
 

পাইপের সঙ্গে ধাক্কা লেগে আড়াই বছরের শিশু নিহত

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : বন্দরে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে রোজা নামে আড়াই বছরের এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজা বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার ব্যবসায়ী আবু তাহের মিন্টুর মেয়ে। এলাকাবাসী জানায়, বন্দরের লক্ষণখোলার সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপক্ষ নিজস্ব জমিতে বালু ভরাটের জন্য ব্যবসায়ী আবু তাহের মিন্টুর বাড়ীর সামনে দিয়ে ড্রেজারের পাইপ লাইন স্থাপন করে।  সোমবার আবু তাহের মিন্টুর আড়াই বছরের মেয়ে রোজা ওই পাইপে খেলা করছিল । এ সময় সে ড্রেজার পাইপ ডিঙানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হয় । রোজাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে  ঘোষণা করেন।  রোজার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

সর্বশেষ সংবাদ শিরোনাম