Sun, 17 Feb, 2019
 
logo
 

বন্দরে প্রতিবন্ধী বালক হোসাইন ৪ দিন ধরে নিখোঁজ

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে হোসাইন(১৮) নামে এক প্রতিবন্ধী বালক চারদিন ধরে নিখোঁজ রয়েছে।  সে সাতক্ষীরার তালাতানা থানার শাহজাদপুর এলাকার ও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওঢালা এলাকার ভুইয়া বাড়ীর হাবিবের ভাড়াটিয়া মোঃ মহিরউদ্দিনের ছেলে । এ ব্যাপারে বন্দর থানায় জিডি( নং ৫৫৯ তাং ১২/১০/১৮ ইং) করা হয়েছে।
মহিরউদ্দিন জানান, হোসাইন ১০ অক্টোবর  বেলা ২ টায় সকলের অজান্তে বাড়ী থেকে বের হয়ে আর  ফিরে আসেনি।  হোসাইন কথা বলতে পারে না, কানে ও শোনেনা। আত্মীয়ের বাড়ীসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও ছেলের কোন সন্ধান পাননি।  

সর্বশেষ সংবাদ শিরোনাম