Tue, 22 Jan, 2019
 
logo
 

অপরাধ দমনে জিরো ট্রলারেন্স অবলম্বন করবে না.গঞ্জ পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে অপরাধ মুক্ত রেখে একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জের জেলা পুলিশ জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক সহ যেকোন প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে নারায়ণগঞ্জ পুলিশ জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করবে।


রোববার (১৪ অক্টোবর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ নীতি র্নিধারনী ফোরাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


জেলা পুলিশ সুপার আনিসুর রহমান অপরাধ দমনে পুলিশ জিরো ট্রলারেন্স ভূমিকা রাখার প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপারের এমন প্রস্তাবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞা সহ উপস্থিত সকলেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।


সভায় আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী।


জেলা প্রশাসক রাব্বি মিঞার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন এহসানুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনা, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা পিন্টু ব্যাপারী সহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ সংবাদ শিরোনাম